You have reached your daily news limit

Please log in to continue


ওমিক্রনের BA.2 ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে এই ২ অস্বাভাবিক লক্ষণ দেখা দিতে পারে! জানুন

Omicron: দেশে নামতে শুরু করেছে কোভিড গ্রাফ। যেভাবে একধাক্কায় কয়েকদিনের মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা আকাশ ছুঁয়ে ফেলেছিল তা অবশেষে নিম্নমুখী। অবশেষে স্বস্তির নিশ্বাস ফলেছে গোটা দেশে। আমাদের রাজ্যেও করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই সরকারের পক্ষ থেকেও নানা কোভিডবিধি ধীরে ধীরে নেওয়া হচ্ছে তুলে।

কিন্তু এসবের মাঝেই আবার খারাপ খবরও রয়েছে। ইতিমধ্যে ওমিক্রন নিজেকে বদল করে চলে এসেছে স্টেলথ ওমিক্রন (Stealth Omicron) রূপে। এটা হল ওমিক্রনের উপপ্রজাতি (Omicron Subvariant)। এই বিএ.২ (BA.2) সাবভ্যারিয়েন্ট শরীরে নানানরকম সমস্যা তৈরি করতে পারে বলে জানা যাচ্ছে। আর সবথেকে বড় কথা এই ভ্যারিয়েন্ট সারা বিশ্বে ইতিমধ্যেই ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন