দীর্ঘদিন ব্যথায় ভুগলে মানসিক স্বাস্থ্যে পড়ে প্রভাব! দাবি গবেষণায়
eisamay.com
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:১০
Chronic Pain: ব্যথার (Pain) মতো বেদনাদায়ক বিষয় পৃথিবীতে খুব কমই রয়েছে। এই সমস্যায় আক্রান্ত মনুষের জীবনে ঘুম উড়ে যায়। তবে এক-দুই দিন বা কিছুদিনের ব্যথা মানুষ সহ্য করে নিতে পারেন। কিন্তু ব্যথা যদি দীর্ঘদিন চলতে থাকে তবে তার প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যেও। এক্ষেত্রে নতুন একটি গবেষণা দাবি করছে, সুষুম্নাকাণ্ডে আঘাত প্রাপ্ত (Spinal Cord Injury) মানুষের মানসিক সমস্যা (Psychological Problem) হওয়ার আশঙ্কা থাকে কয়েকগুণ বেশি। এই মানুষগুলির অবদাদ, দুশ্চিন্তা, উৎকণ্ঠা ইত্যাদি সমস্যা বেশি মাত্রায় দেখা যায়। তবে শুধু মেরুদণ্ডের চোট নয়, পাশাপাশি ক্রনিক ব্যথাও মানুষের জীবনে নানা সমস্যা তৈরি করতে পারে বলে জানাচ্ছে এই গবেষণা।