আলোচিত হওয়া, ভাইরাল হওয়া
বর্তমানে যোগ্য-দক্ষ, জ্ঞানী-গুণী হওয়া নয়, ফেসবুকনির্ভর নতুন একটা সম্প্রদায় তৈরি হয়েছে, যাদের একমাত্র ধান্দা হলো বিখ্যাত হওয়া, আলোচিত হওয়া, ভাইরাল হওয়া। বিখ্যাত ও আলোচিত হতে তাদের মধ্যে সব সময় একটা ছটফটানি কাজ করে। তারা সারাক্ষণ খবর হতে চায়, আলোচনায় থাকতে চায়। অন্যের মাথা ফাটাতে না পারলে এরা নিজের মাথা নিজে ফাটিয়ে হলেও খবরের আইটেম হয়।
বিশেষজ্ঞদের মতে, বিখ্যাত বা আলোচিত হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় এভাবে মরিয়া চেষ্টা চালানোটা একটা ব্যাধি। এটা একধরনের মানসিক রোগ, বিকার। তবে বিকারই হোক, আর যা-ই হোক, এ ধরনের মানুষের সংখ্যা এবং তাদের অনুরাগী-অনুসারীর পরিমাণ কিন্তু একেবারে কম নয়।
- ট্যাগ:
- মতামত
- ভাইরাল
- ফেসবুকে ভাইরাল
- আলোচিত