বাণিজ্য ঘাটতিতে রেকর্ড
বাণিজ্য ঘাটতি অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে পণ্য বাণিজ্য ঘাটতি বেড়েছে ১২৭ শতাংশ। এত বেশি বাণিজ্য ঘাটতি এর আগে আর কখনো হয়নি। অস্বাভাবিক হারে বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে জিনিসপত্রের আমদানি ব্যাপক হারে বাড়ছে; কিন্তু আমদানি ব্যয়ের তুলনায় রফতানি আয় সেভাবে বাড়ছে না। এর ফলে বাণিজ্য ঘাটতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে। যেভাবে বাণিজ্য ঘাটতি বেড়ে যাচ্ছে, এর বিপরীতে রেমিট্যান্স প্রবাহ না বাড়লে চলতি হিসাবের ভারসাম্যে ঋণাত্মকের প্রভাব আরো বেড়ে যাবে।
আমদানি-রফতানির হালনাগাদ তথ্য নিয়ে তৈরি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, গত অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) পণ্য বাণিজ্য ঘাটতি ছিল ৬৮৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে হয়েছে এক হাজার ৫৬১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এ হিসাবে আলোচ্য সময়ে বাণিজ্য ঘাাটতি বেড়েছে ১২৭ দশমিক ২১ শতাংশ।