কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বসুন্ধরার সোনার ব্যবসায় বেসরকারি ব্যাংককেও রাখার পরামর্শ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৭

বসুন্ধরা গ্রুপের সোনা পরিশোধনাগার প্রকল্পের সিন্ডিকেশন ঋণে সরকারি ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোকেও অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এ পরামর্শ দেন গভর্নর ফজলে কবির। এ সময় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ব্যাংকগুলো এ প্রকল্পে মোট ব্যয়ের ৬০ শতাংশ টাকা দেবে, বাকি ৪০ শতাংশ বসুন্ধরা গ্রুপ মূলধন হিসেবে দেবে।


প্রসঙ্গত, দেশে প্রথমবারের মতো সোনা পরিশোধনাগার কারখানা নির্মাণ করবে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড নামের এই পরিশোধনাগার নির্মাণে প্রাথমিকভাবে ৫ হাজার ৭৯০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। যার অর্থায়ন করতে চায় রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও