সংখ্যাগরিষ্ঠ নারী ভোটারের রাজ্যে নারী প্রার্থী মাত্র ৫%
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪১
চলতি মাসেই ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। রাজ্যগুলো হলো-গোয়া, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং মণিপুর। মণিপুর রাজ্যে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যাই বেশি। রাজ্যটিতে নারী ভোটারের সংখ্যা ১০ লাখ ৪৯ হাজার ৬৩৯ জন, পুরুষ ভোটারের সংখ্যা ৯ লাখ ৮৫ হাজার ১১৯ জন। পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা ৬৪ হাজার ৫৩০ জন বেশি।
মণিপুর রাজ্যে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও সেখানে নারী নেতৃত্ব গড়ে ওঠেনি। ভোটের রাজনীতিতে পুরুষ শাসিত মণিপুর সমাজে নারীরা এখনো বঞ্চিত। গত ৫০ বছরে মাত্র একজন মণিপুরী নারী জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন।