বাণিজ্য ঘাটতি এক হাজার ৫৬১ কোটি ৬০ লাখ ডলার

বাংলা ট্রিবিউন বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৭

চলতি অর্থবছরের প্রথম ছয় মা‌সে রেকর্ড পরিমাণ আমদানি হয়েছে দেশে। কিন্তু সেই অনুযায়ী রফতানি ও রে‌মিট্যান্স আয় বা‌ড়ে‌নি। যার প্রভাব পড়েছে বৈদেশিক বাণিজ্যে। এ সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৫৬১ কোটি ৬০ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় এক লাখ ৩৪ হাজার ২৯৮ কোটি টাকা। এটি গত বছরের একই সময়ের চেয়ে ১২৭ শতাংশ বেশি। গত অর্থবছরে একই সময়ে বাণিজ্য ঘাটতি ছিল ৬৮৭ কোটি ৩০ লাখ ডলার।


বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে ভারসাম্যের (ব্যালেন্স অব পেমেন্ট) ওপর করা হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে, চল‌তি ২০২১-২২ অর্থবছরে প্রথম ছয় মা‌সে (জুলাই-ডিসেম্বর) তিন হাজার ৮৯৭ কোটি ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ৫৪ দশমিক ৪৯ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম ছয় মাসে আমদানি হয়েছিল তিন হাজার ১১৬ কোটি ৬০ লাখ ডলারের পণ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও