৭০ বছর পর ছেলের সঙ্গে দেখা, ৫ মাসের মাথায় মারা গেলেন সেই মা

প্রথম আলো বাঞ্ছারামপুর প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৯

৭০ বছর আগে হারিয়ে গিয়েছিলেন ১০ বছরের আবদুল কুদ্দুস মুন্সী। গত বছরের ২৫ সেপ্টেম্বর ৮০ বছরের বৃদ্ধ ছেলে ফিরে এসে শতবর্ষী মা মঙ্গলের নেছার সঙ্গে দেখা করেন। এরপর নভেম্বরে বৃদ্ধা মাকে আবারও দেখতে যান তিনি। ১২-১৩ দিন মায়ের সঙ্গে থাকেন, কথা বলেন। কিন্তু এবার আর মায়ের সঙ্গে দেখা হবে না কুদ্দুসের। বৃদ্ধা মা চলে গেছেন না–ফেরার দেশে।


আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাববাদ গ্রামে ছোট মেয়ে ঝরনা বেগমের বাড়িতে মঙ্গলের নেছা (১১০) শেষনিশ্বাস ত্যাগ করেন। আজ বিকেলে আশ্রাববাদ গ্রামে তাঁর জানাজা হওয়ার কথা রয়েছে। সেখানেই তাঁকে দাফন করা হবে। একমাত্র ছেলে কুদ্দুস বর্তমানে স্ত্রী–সন্তান নিয়ে রাজশাহীর বাঘমারার বাড়ুইপাড়া গ্রামে থাকেন। মায়ের মৃত্যুর সংবাদ পেয়েছেন তিনি। কিন্তু শেষবারের জন্য মাকে দেখতে পাবেন না। রাজশাহী থেকে আজ রাতে বা শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হবেন। এসে মায়ের কবর জিয়ারত করবেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও