![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/02/10/e2ba7d8f4b3e342d5ce7cf65849001e4-6204fbda1c60e.jpg)
বিজেপি না জিতলে উত্তর প্রদেশের সর্বনাশ হবে: যোগী আদিত্যনাথ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১০
চলতি মাসেই ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। রাজ্যগুলো হলো-গোয়া, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং মণিপুর। আজ বৃহস্পতিবার ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের ৪০৩টি কেন্দ্রের মধ্যে ৫৮টি কেন্দ্রে প্রথম দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, উত্তর প্রদেশে বিজেপিই ফের সরকার গঠন করবে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘বিজেপি না জিতলে উত্তর প্রদেশের সর্বনাশ হবে।’
তবে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর বলছেন, বিজেপি ভয় পাচ্ছে। সমাজবাদী পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, বিজেপির হার নিশ্চিত। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, হারের গন্ধ পেয়ে মোদী-যোগী ভুল বকছেন।