![](https://media.priyo.com/img/500x/https://www.tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2022/02/10/milk-vita.png?itok=s84dsbrd×tamp=1644495016)
আইসক্রিম বাজারের বড় অংশ ধরতে চায় মিল্ক ভিটা
www.tbsnews.net
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০২
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের মালিকানাধীন দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটা এবার তাদের আইসক্রিমের ব্যবসাকে আরও সম্প্রসারিত করতে চায়।
এ লক্ষ্যে মাদারীপুরে নতুন কারখানা স্থাপনের জন্য ৫২ দশমিক ২ কোটি টাকা চেয়েছে প্রতিষ্ঠানটি।
পরিকল্পনা মন্ত্রণালয় প্রস্তাবটিতে সবুজ সংকেত দিলেও শুধুমাত্র গ্রীষ্মকালীন এই পণ্য তৈরি করে কতটা লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব, তা যাচাই-বাছাইয়ের নির্দেশনা দিয়েছে মিল্ক ভিটাকে।