‘ঘ’ ইউনিটের থাকা না থাকা

বাংলা ট্রিবিউন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভাষ আমিন প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৭

আমাদের একমাত্র ছেলে প্রসূন এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। কলেজে বিজ্ঞানে পড়লেও উচ্চশিক্ষায় সে বিভাগ বদলাতে চায়। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই প্রসূন ভর্তির জন্য প্রস্তুতি নিতে শুরু করে। দেখলাম এইচএসসি পরীক্ষার চেয়ে সে ভর্তি পরীক্ষার ব্যাপারে বেশি সিরিয়াস। প্রসূন হয়তো বুঝতে পেরেছে পছন্দের জায়গায় ভর্তি হতে না পারলে পিইসি, জেএসসি, এসএসসি বা এইচএসসির জিপিএ-৫ বা গোল্ডেন জিপিএ-৫ আসলে অর্থহীন।


প্রসূন কী পড়বে, কোথায় পড়বে, ভবিষ্যতে কী করবে; এ ব্যাপারে আমরা বিভিন্ন সময়ে তার সঙ্গে আলোচনা করলেও বেছে নেওয়ার স্বাধীনতাটা ছিল তার নিজেরই। আমি বরাবরই বলেছি, যেটা করতে বা পড়তে ভালো লাগে সেটাই যেন পড়ে। আমার খালি একটাই আকাঙ্ক্ষা, যা-ই পড়ুক, যা-ই করুক; সেটা যেন ভালোভাবে, ভালোবেসে এবং মন দিয়ে করে। ভর্তির জন্য প্রসূন মন দিয়েই প্রস্তুতি নিচ্ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও