‘আমি তোমার সঙ্গে যৌন সম্পর্কে আগ্রহী’, সাংবাদিককে সরাসরি বলেন শক্তি কপূর!
পর্দার যিনি ভিলেন, বাস্তবে তিনি হিরো— বলিউডে এমন উদাহরণ ভূরি ভূরি। আবার পর্দার সাদাসিধে ভালমানুষ সাজা আলোকনাথকে পর্দার বাইরে খলনায়ক হিসেবেও দেখেছে ‘মিটু’ আন্দোলনে ভাসা ভারতীয় সিনেমা জগৎ। তবে অভিনেতা শক্তি কপূরকে এই দু’টি ভাগের একটিতেও ফেলা যাবে না। বলিউডের এই ‘ঠান্ডা রক্তের’ খলনায়ক পর্দায় যেমন খল চরিত্রে অভিনয় করেছেন, বাস্তবেও নাকি কখনও সখনও সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
কন্যা শ্রদ্ধা কপূর বলিউডের নামী অভিনেত্রী। শক্তির অভিনয় প্রতিভা নিয়েও কোনও দিন প্রশ্ন ছিল না সমালোচক মহলে। তবে শক্তি তাঁর অভিনয় প্রতিভার থেকে অনেক বেশি খবরে থেকেছেন ব্যক্তিগত আচরণ এবং চারিত্রিক বৈশিষ্টের কারণে।
ব্যক্তি শক্তির সমালোচকরা অবশ্য চারিত্রিক বৈশিষ্ট না বলে ‘চারিত্রিক দোষ’ বলতেই বিশেষ আগ্রহী। কেন না পর্দার ‘ব্যাড বয়’ শক্তির বিরুদ্ধে বাস্তবে কাস্টিং কাউচ এবং অন্যান্য দুর্নীতির অভিযোগও উঠেছে।
২০০৫ সালে একটি বেসরকারি টিভি সংস্থার স্টিং অপারেশনে হাতেনাতে ধরা পড়ে গিয়েছিলেন শক্তি।