লিওনেল মেসি চলে এসেছেন ক্যারিয়ার-সায়াহ্নে। আর ক’টা বছর পেরোলেই বিদায় বলে দেবেন ফুটবলকে। এমনই সময়ে আর্জেন্টিনায় খোঁজ মিললো নতুন ‘মেসির’। লিওনেল মেসির সাবেক ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ তাকে দলে ভেড়ানোর ঘোষণাও দিয়ে দিয়েছে ইতোমধ্যে।
আর্জেন্টিনা আগেও ‘নতুন মেসি’ খুঁজে বেড়িয়েছে, খেলার ধরন মিলে যাওয়ায় অনেক নতুন মেসিদের ওপর অনেক আশাও ছিল দেশটির। তবে এবারের মেসির সঙ্গে আগের সবার বড়সড় একটা পার্থক্য আছে। এবারের মেসির নামই ‘মেসি’, হোয়াকিন মেসি। তিনি অবশ্য নামের জোরে নয়, নিজ গুণেই চেনাতে চান নিজেকে; তবে স্বপ্ন আছে আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে খেলারও।