রাগান্বিত অবস্থায় এই ৬ কাজ করবেন না
রেগে গেলে মানুষের স্বাভাবিক বোধশক্তি কাজ করে না। ফলে এ সময় করে ফেলা ভুলের মাশুল হতে পারে অনেক বড়। রাগান্বিত অবস্থায় তাই কিছু কাজ করা থেকে বিরত থাকা উচিত। জেনে নিন সেগুলো কী কী।
রেগে থাকা অবস্থায় ড্রাইভ করবেন না। স্বাভাবিক অবস্থায় না থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
রেগে থাকা অবস্থায় সামনের জনের সঙ্গে কথা চালিয়ে যাবেন না। কারণ এই অবস্থায় এমন কিছু কথা বলে ফেলতে পারেন, যেটার জন্য হয়তো পরবর্তীতে আফসোস হবে।
রাগান্বিত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকবেন না। রাগ প্রকাশের জন্য হয়তো এমন কিছু করে বসবেন, যা অন্যের কাছে আপনাকে হাসির পাত্রে পরিণত করবে।
রেগে যাওয়া মাত্র ধূমপান বা মদ্যপান করবেন না। এটা পরবর্তীতে আসক্তিতে রূপ নিতে পারে।
অতিরিক্ত ভাবনা চিন্তা করবেন না। কেন হলো, কীভাবে হলো- এগুলো না ভেবে বরং ভাবুন যে আপনার এই রাগ আপনার ক্ষতি ছাড়া আর কিছুই করছে না।
- ট্যাগ:
- লাইফ
- রাগ
- রাগান্বিত
- রাগ নিয়ন্ত্রণ