You have reached your daily news limit

Please log in to continue


অ্যাকাউন্টে আসা ১৫ লাখে বাড়ি বানালেন কৃষক, ৬ মাস বাদে ব্যাঙ্ক বলল ‘মিসটেক’!

আচমকাই নিজের জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকতে দেখে জ্ঞানেশ্বর ওটের ভেবেছিলেন, প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যাকাউন্টে আসা সেই টাকা দিয়ে একটি বাড়ি বানান পেশায় কৃষক জ্ঞানেশ্বর। কিন্তু ৬ মাস পর ব্যাঙ্ক জানায়, ভুল করে তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে অন্য কাউকে পাঠানো টাকা। টাকা ফেরানোর ভাবনায় এখন ঘুম উড়েছে মহারাষ্ট্রের অওরঙ্গাবাদের ওই কৃষকের। গত বছরের অগস্টে নিজের জনধন অ্যাকাউন্টে আচমকাই ১৫ লক্ষ টাকা জমা পড়তে দেখে চোখ কপালে উঠেছিল জ্ঞানেশ্বরের।

ভেবেছিলেন, ২০১৪ সালের লোকসভা ভোটের আগে প্রত্যেককে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি অবশেষে পূরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুশিতে মোদীকে ধন্যবাদ জানিয়ে চিঠিও পাঠিয়েছিলেন। তার পর তাঁর অ্যাকাউন্টে জমা পড়া টাকা থেকে ৯ লক্ষ টাকা তুলে নিজের বাড়ি তৈরি করান জ্ঞানেশ্বর। মাস ছয়েক পর এক দিন তাঁর হাতে আসে ব্যাঙ্কের চিঠি। তাতে লেখা, ‘৬ মাস আগে ভুল করে আপনার ব্যাঙ্কের খাতায় বিপুল পরিমাণ অর্থ জমা পড়েছিল। ওই টাকা দ্রুত ফেরানোর ব্যবস্থা করুন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন