বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা এবং শিক্ষায় মাতৃভাষার ব্যবহার
বঙ্গবন্ধু, যিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে স্বীকৃত, যাঁর ১৯৭১ সালের সাতই মার্চের ভাষণ ইউনেসকো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত, যিনি নোবেল লরিয়েট অমর্ত্য সেনের ভাষায় শুধু বঙ্গবন্ধু ছিলেন না, বিশ্বেরও বন্ধু ছিলেন, তাঁর জন্মশতবর্ষ পালন করা হয়েছে।
তাঁর জীবন ও কর্ম নিয়ে নানাজন নানাভাবে আলোচনা করেছেন, লিখেছেন বা মন্তব্য করেছেন অনেকে; কিন্তু বলা বাহুল্য, বঙ্গবন্ধু সম্পর্কে কোনো কিছু আলোচনা করতে হলে সবার আগে আলোচনার দাবি রাখে তাঁর শিক্ষা-ভাবনা বা শিক্ষাদর্শন; বিশেষ করে দেশের শিক্ষা নিয়ে যখন নানা দিকে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা হচ্ছে।
- ট্যাগ:
- মতামত
- মাতৃভাষা
- মাতৃভাষা দিবস
- সাম্ভাবনা