সার্চ কমিটিতে বিএনপি নাম না দিলে কিছু যায় আসে না: কৃষিমন্ত্রী
নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি সার্চ কমিটিতে নাম প্রস্তাব না করলেও তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, সবার কাছে গ্রহণযোগ্য ইসি গঠনে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করবে।
সচিবালয়ে আজ বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের কান্ট্রি ডিরেক্টর আর্নড হ্যামলার্সের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতা রাজ্জাক।
এক প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী এদেশে নির্বাচন হবে। তারা (বিএনপি) সার্চ কমিটিতে নাম দিল কী দিল না তাতে কিছু যায় আসে না। সার্চ কমিটি তাদের অবস্থান থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য এমন একটা নির্বাচন কমিশন গঠন করবে যেটা সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’