হুমকির মুখে মুহুরি সেচ প্রকল্প

ঢাকা টাইমস ফেনী প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৩

ভাঙনে বদলে দিতে পারে বাংলাদেশ-ভারত সীমান্ত। ফেনী নদীকে আন্তর্জাতিক প্রমাণের চেষ্টা মুহুরি সেচ হুমকির মুখে। সীমান্তবর্তী ফেনী নদীর মাঝখানে ইনটেক ওয়েলে বা কূপ খনন করে পাইপের মাধ্যমে সমঝোতার ১.৮২ কিউসেক পানি উত্তোলন করে নিতে চাচ্ছে ভারত। পানি প্রবাহের ভারতীয় অংশে না করে নদীর মধ্যবর্তী স্থানে কূপ খননের প্রস্তাবনার বিষয়ে প্রকৌশলগত যথার্থতা খতিয়ে দেখতে যৌথ নদী কমিশনের (জেআরসি) একটি প্রতিনিধি দল শিগগিরই ফেনী নদী পরিদর্শনে আসছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।


এদিকে প্রায় ৩৬টি পাম্প বসিয়ে ফেনী নদী থেকে অবৈধভাবে ভারতের পানি প্রত্যাহারের বিষয় সুরাহার আগে সমঝোতার ১.৮২ কিউসেক পানি দেয়ার ব্যাপারে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও