![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252F7532e221-350e-4d7d-97da-4fdc1ae2ee2b%252FGazipur_DH0716_20211212_Sreepur_Gazel_HD_photo_3.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
সাফারি পার্কে প্রাণীর মৃত্যু তদন্তের জন্য সদস্যসংখ্যা ও সময় বেড়েছে
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একের পর এক প্রাণীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যসংখ্যা ও তদন্তকাজের সময় বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান সঞ্জয় কুমার ভৌমিক।
প্রাণী মৃত্যুর কারণ অনুসন্ধানে মন্ত্রণালয় থেকে গত ২৬ জানুয়ারি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়। এ সময়সীমা শেষ হওয়ার পর আরও ১০ দিন সময় বাড়ানো হলো।