You have reached your daily news limit

Please log in to continue


বিয়ের আগে ফাঁস আলিয়ার পঞ্চপ্রেমের কাহিনি

চলতি বছরে বলিউডের সবচেয়ে চর্চিত বিয়ে হিসেবে গণ্য হচ্ছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের গাঁটছড়া। তবে করোনা এবং তাদের আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’র জন্য এ জুটির বিয়ে পিছিয়েই চলেছে। নির্মাতারা ছবি মুক্তির পরে তাদের বিয়ে করার অনুরোধ জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আলিয়া আর রণবীর আগামী এপ্রিলে বিয়ে করবেন। আগে মুম্বাইতে বিয়ের আয়োজনের ভাবনা থাকলেও এখন শোনা যাচ্ছে ‘রণথম্ভোর’-এ হবে অনুষ্ঠান। তারই মাঝে আচমকা সামনে এলো আলিয়ার পঞ্চপ্রেমের কাহিনি। ভালোবাসা দিবসের আগে যা নায়িকার অনুরাগী মহলে উত্তেজনা ছড়িয়েছে।

প্রথম বয়ফ্রেন্ড ছিলেন রমেশ দুবে। তারা দুজনেই ‘যমনাবাই নার্সি স্কুল’-এ পড়াশোনা করতেন। রমেশ দুবে তারকাদের ঝকঝকে পৃথিবীর বাইরের মানুষ। এমনকি নেটমাধ্যমেও তার উপস্থিতি নেই। একই জায়গায় পড়াশোনার সুবাদে আলিয়া আর রমেশের প্রেম জমে ওঠে। যদিও সেই প্রেম শিক্ষালয়ের গণ্ডি পেরোয়নি। বলিউডে আসার আগে আলি দদরকারের সঙ্গে প্রেম করতেন আলিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন