কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাইরে যা-ই পরুক, স্কুলে ইউনিফর্ম পরতে হবে: হেমা মালিনী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা যাবে কি না সেই বিতর্কে উত্তাল ভারত। বিশেষ করে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) থেকে কর্ণাটকে মুসকান খানের সাহসী প্রতিবাদের পর আলোচনার ঝড় উঠেছে। মামলা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। কিন্তু এখনো দেশটিতে ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে হিজাব নিয়ে আশাবাদী হওয়ার মতো কোনো কথা শোনা যায়নি।


বরং দলটির বিভিন্ন নেতা স্কুল-কলেজে হিজাব নিষিদ্ধ করতে উগ্র হিন্দুত্ববাদীদের দাবির পক্ষেই সুর মিলিয়েছেন। সবশেষ এ তালিকায় যোগ হয়েছেন ‘ড্রিম গার্ল’খ্যাত বলিউড অভিনেত্রী হেমা মালিনী। বিজেপির এ সংসদ সদস্য বুধবার (৯ ফেব্রুয়ারি) বলেন, স্কুল শিক্ষার জায়গা। সেখানে ধর্মের বিষয় টেনে আনা উচিত নয়।


প্রত্যেক স্কুলের নির্দিষ্ট ইউনিফর্ম রয়েছে, আর সেটি সম্মান করা উচিত। আপনি স্কুলের বাইরে যা খুশি পরতে পারেন। একই কথা বলেছেন কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশও। তিনি বলেছেন, আদালত যেহেতু শিক্ষার্থীদের অন্তর্বর্তী ছাড়ের জন্য কোনো আদেশ দেননি, তাই (ড্রেস কোড সংক্রান্ত) সরকারি বিজ্ঞপ্তি কার্যকর থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও