হিজাব বিতর্ক: বেঙ্গালুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে বিক্ষোভ ২ সপ্তাহ নিষিদ্ধ
ভারতের কর্ণাটক রাজ্যের স্কুল ও কলেজগুলোতে হিজাব নিয়ে চলছে বিতর্ক। শ্রেণিকক্ষে হিজাব পরিধান নিয়ে হিন্দু শিক্ষার্থীদের একাংশের নিশানায় পড়েছেন মুসলিম শিক্ষার্থীরা। এ নিয়ে চলছে প্রতিবাদ ও বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের বেঙ্গালুরু শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশে সব ধরনের বিক্ষোভ ও সমাবেশ দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, হিজাব নিয়ে বিতর্কের শুরু হয় কর্ণাটকের উদুপি জেলার একটি কলেজ ঘিরে। সেখানে শিক্ষার্থীদের ওপর ইউনিফর্ম সংক্রান্ত বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয়। হিজাব পরে ক্লাস করা যাবে না—এমন সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে মুসলিম শিক্ষার্থীদের প্রতিবাদ জানাতে দেখা যায়।