পোকা ঘষে অন্যদের ক্ষতস্থান সারাতে চিকিৎসা দেয় শিম্পাঞ্জিরা
কেটে গেলে বা শরীরে কোনো স্থানে ক্ষত হলে মানুষ প্রথমে ক্ষতস্থান জীবাণুমুক্ত করে ব্যান্ডেজ লাগানোর কথাই চিন্তা করে। কিন্তু মানুষের কাছাকাছি গোত্রের আত্মীয় শিম্পাঞ্জিরা কী করে?
শরীরের ক্ষত সারাতে অভিনব পদ্ধতি বের করেছে শিম্পাঞ্জিরা। পোকা-মাকড় ধরে সেগুলো ক্ষতস্থানে চেপে ধরে তারা।
আফ্রিকার দেশ গ্যাবনের শিম্পাঞ্জিদের মধ্যে এ ব্যবহার দেখেছেন বিজ্ঞানীরা। শিম্পাঞ্জিগুলো যে শুধু নিজেদের ক্ষত সারাতে এ কাজ করে তা নয়, পরিবার বা গোত্রের অন্যদের শরীরের ক্ষত হলেও এভাবে চিকিৎসা দেয় তারা।
সোমবার এ সম্বন্ধীয় গবেষণাটি কারেন্ট বায়োলজি জার্নালে প্রকাশিত হয়। শিম্পাঞ্জিদের ক্ষমতা এবং প্রাণীটির স্বার্থহীনভাবে অন্যদের সাহায্য করার বিষয়ে বিজ্ঞান মহলে চলমান বিতর্কে বড় প্রভাব রাখতে যাচ্ছে গবেষণাটি।
জার্মানির ইউনিভার্সিটি অব অসনাব্রাকের বায়োলজিস্ট ও গবেষণাটির একজন গবেষক সিমোন পিকা এ বিষয়ে এএফপি-কে বলেন, "স্কুলের জীববিজ্ঞান বইয়ে আমরা প্রাণীরা করতে পারে এমন অনেক অসাধারণ জিনিস জানতে পারি। আমি মনে করি, এই আবিষ্কার পাঠ্যবইয়ে জায়গা করে নেবে,"
- ট্যাগ:
- জটিল
- শিম্পাঞ্জি