আফগানিস্তানের রিহ্যাবে মানুষের মাংস খাচ্ছে মানুষ!
আফগানিস্তানের মাদক রিহ্যাব কেন্দ্রে আটকে রাখা হয়েছে শত শত মাদকাসক্তকে। চিকিৎসার জন্য তাদেরকে রিহ্যাব কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও তারা এখন আফিম কিংবা হেরোইনের বদলে খাচ্ছে মানুষের মাংস। সম্প্রতি আফগানিস্তানের রিহ্যাব কেন্দ্র পরিদর্শন করে আসা ডেনমার্কের এক সাংবাদিক এমনটিই দাবি করেছেন।
ডেইলি মেইলের এক প্রতিবেদন বলা হয়েছে, গত মাসে ডেনমার্কের ওই সাংবাদিক রিহ্যাব কেন্দ্র থেকে ছাড়া পাওয়া এক ব্যক্তির সঙ্গে কথা বলেন। ওই ব্যক্তি জানিয়েছেন, তালেবান পরিচালিত মাদকাসক্তদের চিকিৎসা দেওয়া ওই ক্লিনিকের ভিতরের পরিবেশ খুবই ভয়ঙ্কর। সেখানে রোগীদের ঠিকমতো খেতে দেওয়া হয় না। বেশিভাগ দিনই তারা না খেয়ে থাকেন।