হাঁটু প্রতিস্থাপন কীভাবে করতে হয়?
যুগান্তর
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৯
দুর্ঘটনায় কিংবা হাড় ক্ষয় হয়ে গিয়ে অনেকের হাঁটু অকার্যকর হয়ে পড়ে। এসব রোগীর দুঃশ্চিন্তার শেষ নেই। তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে হাঁটু প্রতিস্থাপনের ব্যবস্থা রয়েছে। এখন অস্ত্রোপচারের মাধ্যমে হাঁটু প্রতিস্থাপন করা যাচ্ছে সহজেই। এসব রোগী অনায়াসে ৩০-৩৫ বছর কৃত্রিম হাঁটু নিয়ে চলাফেলা করতে পারেন অনায়াসে।
হাঁটু প্রতিস্থাপন করার উপায় নিয়ে যুগান্তরকে বিস্তারিত জানিয়েছেন অর্থোপেডিক ও অর্থোপ্লাস্টি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।
অস্ত্রোপচারের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির ডিভাইস বসিয়ে দেওয়াই হচ্ছে হাঁটু প্রতিস্থাপন। অকার্যকর নি বা হাঁটু সার্জারির মাধ্যমে অস্ত্রোপচার করে ধাতব বা প্লাস্টিকের কৃত্রিম হাঁটু স্থাপনকে নি রিপ্লেসমেন্ট বলে। বিশ্বের আধুনিক চিকিৎসা পদ্ধতি হাঁটু প্রতিস্থাপন এখন অনেক কম খরচে বাংলাদেশেই হচ্ছে।