স্কুবা ডাইভিং কী? দেশের কোথায় ও কীভাবে করবেন?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৬
বর্তমানে স্কুবা ডাইভিং পুরো বিশ্বেই জনপ্রিয় হয়ে উঠেছে। সমুদ্রতলে বিচরণ করার বিস্ময়কর এক উপায় হলো স্কুবা ডাইভিং। সামুদ্রিক প্রাণীদের জগতে ভেসে ভেসে সৌন্দর্য উপভোগ করতেই স্কুবা ডাইভিং করেন সবাই। এটি সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সেখানে আপনি দেখতে পাবেন, সমুদ্রতলের রহস্য। শুধু বিদেশেই নয় বরং দেশেও এখন আপনি স্কুবা ডাইভিং করতে পারবেন।
তার আগে জেনে নিন স্কুবা ডাইভিং কী, এটি কারা, কোথায় ও কীভাবে করতে পারবেন- স্কুবা ডাইভিং কী? ডুব দিয়ে পানির নিচে সাঁতার কেটে বেড়ানোকে স্কুবা ডাইভিং বলা হয়। যারা এটি করেন তাদেরকে বলা হয় স্কুবা ডাইভার। স্কুবা ডাইভাররা পানির নিচে শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় গ্যাস ও বিশুদ্ধ বাতাস রাখেন সঙ্গে। এ কারণেই তারা ইচ্ছে মতো সাগরতলে ভেসে বেড়াতে পারেন।
- ট্যাগ:
- লাইফ
- প্রশিক্ষণ
- স্কুবা ডাইভিং