কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শুভাগতর দুই বলে দুই ছক্কায় জিতে গেলো ঢাকা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২২

উনিশতম ওভারে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৪ রান খরচ করেন সৈয়দ খালেদ আহমেদ। ফলে শেষ ওভারে ১১ রানের সমীকরণের সামনে পড়ে মিনিস্টার ঢাকা। আপাতদৃষ্টিতে বেশ কঠিনই মনে হচ্ছিল এটি। কিন্তু ভিন্ন চিন্তাই ছিল শুভাগত হোমের। থিসারা পেরেরার করা শেষ ওভারের প্রথম বলে সোজা বোলারের মাথার ওপর দিয়ে এবং পরের বলে এক্সট্রা কভার দিয়ে ছক্কা হাঁকিয়ে দুই বলেই ঢাকাকে জয় এনে দেন এ স্পিনিং অলরাউন্ডার।


যার সুবাদে প্লে-অফ খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো ঢাকার। এখন পর্যন্ত ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে ঢাকা। খুলনা ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে ৪ নম্বরে। শেষ দুই ম্যাচে একটি জয় পেলেও রান রেটের ভিত্তিতে সেরা চারে থাকার সুযোগ রয়েছে খুলনার সামনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও