কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হিজাব বিতর্কে এবার সরব প্রিয়াঙ্কা-মালালা

জাগো নিউজ ২৪ ভারত প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৭

ভারতে হিজাব বিতর্কে এবার ফুঁসে উঠলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও নোবেল বিজয়ী সমাজকর্মী মালালা ইউসুফজাই। প্রিয়াঙ্কা গান্ধী এক টুইট বার্তায় নারীদের পোশাক বেছে নেওয়ার অধিকার নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন, ঘোমটা, জিন্স কিংবা হিজাব। কী পোশাক পরবেন, তা নারীদের একান্তই ব্যক্তিগত বিষয়।


কর্ণাটকে শিক্ষার্থীদের হিজাব পরে ক্লাসে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নিয়ে তোলপাড় চলছে ভারতজুড়ে। বুধবার এই বিতর্কে মুখ খুললেন কংগ্রেস নেত্রী। কী পোশাক পরবেন, তা নারীদের একান্তই ব্যক্তিগত পছন্দ। ভারতের সংবিধান তাদের এই অধিকার দিয়েছে। এসময় নারীদের হয়রানি বন্ধেরও আহ্বান জানান তিনি।


ক্লাসরুমে হিজাব পরা নিষিদ্ধ করা নিয়ে ছাত্রীদের পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন দেশটির একাধিক রাজনৈতিক নেতা। অন্যদিকে, নোবেল বিজয়ী সমাজকর্মী মালালা ইউসুফজাইও হিজাব বিতর্কে মুখ খুলেছেন। তিনি নারীদের অধিকার রক্ষার আবেদন জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও