উচ্চফলনশীল ভেনামি চিংড়ি চাষে নেই সবুজসংকেত, ক্রমশ কমছে রপ্তানি
www.tbsnews.net
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৬
৩২ বিলিয়ন ডলারের চিংড়ির আন্তর্জাতিক বাজারের ৮০ শতাংশ এখন ভেনামির দখলে। সস্তা হওয়ার কারণেই এর জনপ্রিয়তা দ্রুত বেড়েছে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের (বিএফআরআই) তত্ত্বাবধানে উচ্চফলনশীল ভেনামি জাতের চিংড়ি চাষের জন্য নতুন তিনটি প্রতিষ্ঠানকে পরীক্ষামূলক উৎপাদনে এক বছর সময় দিয়েছে মৎস্য অধিদপ্তর। আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলমান থাকলেও পোনা উৎপাদনে আগ্রহীদের হ্যাচারিগুলোর বিষয়ে এখনো কোন সিদ্ধান্তে আসতে পারেনি অধিদপ্তর।