সেশনজটে নাকাল শেকৃবি, হতাশ শিক্ষার্থীরা
রাজধানী ঢাকার অদূরে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিগত অর্ধ দশকে সেশনজট ছাড়া কোনো ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা চুকিয়ে বের হতে পেরেছে কিনা সেই তথ্য নেই। প্রতিটি ব্যাচকেই পড়তে হচ্ছে ছয় মাস এক বছর কিংবা দুই বছরের সেশনজটে। কোনো কোনো ব্যাচের তিন বছরে প্রথমবর্ষ শেষ করার রেকর্ডও রয়েছে। তবে প্রশাসন কিংবা শিক্ষার্থী কারা এই সমস্যার জন্য মূলত দায়ী তা খুঁজে বের করা সম্ভব হয়নি দেখেই হয়তো এখনো চলমান সেশনজটের এই চক্রখেলা। অনেকটা বাধ্যগত আধুভাই হওয়ার এক বিশেষ কারখানা যেন শেকৃবি।
দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে করোনা মহামারীর কারণে সেশনজটের সৃষ্টি হলেও শেকৃবিতে আগে থেকে বিরাজমান সেশনজট করোনা মহামারীর কারণে আরেকটু দীর্ঘায়িত হয়েছে। তবে বর্তমান প্রশাসনের বিভিন্ন উদ্যোগ ও সদিচ্ছার কারণে সেশনজট কমার পথ কিছুটা মসৃণ হলেও কেন যেন আবার তা কোনো এক গোলচক্রে পরে আবার আগের অবস্থানে ফিরে যাচ্ছে।