![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2022/Feb/03/1643893408071.jpg&path=/uploads/news/2022/Feb/09/1644398791168.jpg&width=600&height=315&top=271)
এবছর ৫ হাজার কোটি ডলারের ব্যবসা করবে ফাইজার
বার্তা২৪
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৬
কোভিড-১৯ এর টিকা বিক্রি করে গত বছর দ্বিগুণ মুনাফা করেছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) ২০২২ সালে তাদের বিক্রির পূর্বাভাসে বলেছে, চলতি বছর পাঁচ হাজার কোটি ডলারের বেশি করোনার টিকা ও ওষুধ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা।
করোনা প্রতিরোধী টিকা ও মুখে খাওয়ার পিল বিক্রিতে বিশ্বব্যাপী একক আধিপত্য দেখাচ্ছে ফাইজার।
কোম্পানিটির প্রধান নির্বাহী অ্যালবার্ট বোরলা বলেন, ২০২১ সাল ফাইজারের জন্য ‘যুগান্তকারী বছর’এই মহামারি আমাদের কোম্পানিকে চিরতরে বদলে দিয়েছে।’