মতপার্থক্য দূর করবে রাজনৈতিক সহনশীলতা
নির্বাচন কমিশন গঠন নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দল সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছে। এত বড় একটি ইস্যুতে দুই দলের মতপার্থক্য স্পষ্ট।
একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে সহনশীলতা শুধু দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহতই রাখে না, গণতন্ত্রের ভিত্তিকে মজবুত ও বিকশিত করে। একটি আদর্শ গণতন্ত্রে জনগণ একে অপরের সঙ্গে সমান হিসেবে আচরণ করবে।