কিন্তু কাকে বলে আধুনিকতা
বায়ান্নর একুশে ফেব্রুয়ারি আন্দোলনের অর্জন যে অনেক, তাতে কোনো সন্দেহ নেই। একটি অর্জন হচ্ছে আধুনিকতা। এই দাবিটা অস্বীকার করা যাবে না। বায়ান্নর আগের বাঙালি মুসলমান বৈষয়িকভাবে যেমন, মানসিকভাবেও তেমনি বেশ পশ্চাৎপদ ছিল। জাতীয়তাবাদ বলতে তারা দ্বিজাতিতত্ত্বকে গ্রহণ করেছিল; অর্থাৎ ধর্মকেই জাতীয়তাবাদের প্রধান ভিত্তি বলে ধরে নিয়েছিল। সেটা পশ্চাৎপদতার একটি প্রমাণ বৈকি।
বায়ান্নতে সে ভাষাকে চিনল, ধর্মের চেয়ে ভাষা যে অধিক জরুরি, সেটা বুঝল। এটি খুব বড় রকমের একটা অগ্রগতি বটে। বলা যায়, বাঙালি মুসলমানের মধ্যে ইহজাগতিকতার বোধ তৈরি হলো। পূর্ববঙ্গে তখন আর হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান রইল না, সবাই বাঙালি হয়ে উঠল।
- ট্যাগ:
- মতামত
- আন্দোলন
- কঠোর আন্দোলন
- আন্দোলনের ঝড়
- আধুনিকতা