ফটিকছড়িতে চুরি ঠেকাতে গ্রামবাসীর ব্যতিক্রম উদ্যোগ
চট্টগ্রামের ফটিকছড়িতে সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। প্রায় প্রতিনিয়ত চুরি হচ্ছে সুপেয় পানির টিউবওয়েল ও গরু। চুরির ঘটনা রোধ করতে উপজেলার বেড়াজালী এলাকাবাসী ও প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার প্রবেশদ্বারে চারটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত পাইন্দং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এ এলাকায় সম্প্রতি এজাহারুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষকের চারটি গরু ও একটি ইবাদাতখানার টিউবওয়েল চুরি হয়। এ ঘটনার প্রেক্ষিতে গ্রামবাসী এই উদ্যোগ নেন। পরে এলাকার বিভিন্ন পয়েন্টে ক্যামেরা বাড়ানো হবে বলে জানান উদ্যোক্তারা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সিসি ক্যামেরা
- চুরি ঠেকানো