ল্যাব পরীক্ষায় জেব্রার খাবার ঘাসে মিলল সিসার উপস্থিতি

www.ajkerpatrika.com গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩১

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রার খাবার ঘাসের মধ্যে সিসার উপস্থিতি পাওয়া গেছে। তবে কী পরিমাণ সিসার উপস্থিতি থাকলে সেটি প্রাণী খাদ্যের জন্য হুমকি সেটি নির্ণয়ের জন্য বাংলাদেশে কোনো প্রযুক্তি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অনুষদের অধ্যাপক ডা. মো. আবু হাদী নূর আলী খান। 


ডা. মো. আবু হাদী নূর আলী খান বলেন, ‘ল্যাব পরীক্ষায় পার্কের ঘাসে সিসার উপস্থিতি পাওয়া গেছে। পার্কের আশপাশের পরিবেশ ঘন শিল্পায়ন এলাকা। তাছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশার জ্বালানি ও মবিল থেকে কালো ধোঁয়ার প্রভাব এবং একই সঙ্গে সিসা এর উপস্থিতিতে বিষক্রিয়া ঘটেছে।’ 


ডা. মো. আবু হাদী নূর আলী খান আরও বলেন, ‘কী পরিমাণ সিসার উপস্থিত থাকলে তা একটি প্রাণীর জন্য ক্ষতিকারক। সেটি নির্ণয়ের জন্য বাংলাদেশে তেমন কোনো ব্যবস্থা নেই। তবে এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও