কারাগারে বাইরের খাবার নিষিদ্ধ

বার্তা২৪ ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জ প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২১

দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় কারাগারে বাইরে থেকে খাবার সরবরাহে বিধিনিষেধ জারি করেছে কারা অধিদপ্তর। এ ছাড়া নতুন করে প্রবেশ করা বন্দিদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।


সম্প্রতি কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন এ বিষয়ে একটি আদেশ জারি করেন।


আদেশে বলা হয়, বন্দিদের বাইরে থেকে সব ধরনের খাবার দেওয়া বন্ধ থাকবে। তাদের কোনো আত্মীয় স্বজন খাবার নিয়ে এলে বিনয়ের সঙ্গে বুঝিয়ে প্রত্যাখ্যান করতে হবে। কারাগারে অসুস্থ বন্দিদের অন্তত ১৪ দিন পর্যবেক্ষণে রাখতে হবে। এক বন্দী থেকে অন্যদের দূরত্ব অন্তত এক মিটার বা তিন ফুট অথবা সম্ভব হলে দুই মিটার বা ছয় ফুট হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও