কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একসঙ্গে ডেবিউ বাবা-ছেলের, রাহুলের পরিচালনায় অভিনয় করবে সহজ

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৭

দেখতে গেলে দু’জনেরই একসঙ্গে ডেবিউ হচ্ছে। প্রথম বার ছবি পরিচালনা করতে চলেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ছেলে সহজ অভিনয়ের প্রথম পাঠ শিখবে। ক্যামেরার পিছনে আসার প্রস্তুতি অনেক দিন ধরেই নিচ্ছেন রাহুল। অপেক্ষা শেষ, আগামী কয়েক মাসের মধ্যে তাঁর পরিচালনায় ‘কলকাতা ৯৬’-এর শুটিং শুরু হবে।


ছবির নামের মধ্যে একটা সময়ের উল্লেখ রয়েছে। ১৯৯৬ সালের কলকাতাকে কি ধরার চেষ্টা করেছেন রাহুল? পরিচালকের জবাব, ‘‘এটা তিন দিনের গল্প। দক্ষিণ কলকাতার এক বাঙাল পাড়ার একটা পরিবারে ২০ জুন থেকে ২২ জুনের মধ্যে কী কী হয়, তা নিয়েই আমার ছবি।’’ ১৯৯৬-এর ২২ জুন সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসের মাঠে সেঞ্চুরি করেন, যেটা রাহুলের ছবির অন্যতম প্রতিপাদ্য। ‘‘ওই সেঞ্চুরি আমাদের ছুঁয়ে গিয়েছিল। ওই দিন বাঙালি আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল। ফের লড়াই করার ইচ্ছেটা চাগিয়ে উঠেছিল। এটা কিন্তু সৌরভের বায়োপিক নয়, একেবারেই সাধারণ মানুষের গল্প,’’ মন্তব্য রাহুলের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও