ইন্টারনেট নিরাপদ করতে সচেতনতার বিকল্প নেই : টিক্যাব

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:১১

ইন্টারনেট নিরাপদ করতে সবার সচেতনতাই মুখ্য বলে দাবি করেছে টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব)।


মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ১৯তম ‘নিরাপদ ইন্টারনেট দিবস’ উপলক্ষে এক বিজ্ঞপ্তিতে এ দাবি করেন টিক্যাবের আহ্বায়ক মুর্শিদুল হক।


তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও ৮ ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হচ্ছে ‘নিরাপদ ইন্টারনেট দিবস’। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘আসুন একটি সুন্দর ইন্টারনেট ব্যবস্থার জন্য ঐক্যবদ্ধ হই’। 


এবারের দিবসে তরুণ ও শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেটের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ইন্টারনেটে হেনস্তার শিকার হওয়াদের প্রায় ৮৭ শতাংশের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। ১৮ বছরের কম বয়সী ভুক্তভোগী প্রায় ৯ শতাংশ। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে হলেও আমাদের এখন থেকেই নিরাপদ ইন্টারনেটের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও