বাবার মৃত্যুসংবাদ শুনেও খেলতে নেমেছিলেন রোনালদো

প্রথম আলো প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৪

জোসে দিনিস আভেইরো। ভদ্রলোক ক্রিস্টিয়ানো রোনালদোর বাবা। রোনালদো যখন ছোট, বয়স সাত বা আট হবে, দিনিস আভেইরো আনদোরিনহা নামে পর্তুগিজ একটি ক্লাবে চাকরি করতেন। রোনালদোকে তিনি সেই ক্লাবেই খুদে ফুটবলার হিসেবে নাম লিখিয়ে দেন। তিন বছর আনদোরিনহায় খেলে রোনালদো নাম লেখান নাসিওনালে। সেখান থেকে স্পোর্তিংয়ের যুব দলে যোগ দেন। তা রোনালদো যেখানেই গেছেন, বাবা ছিলেন তাঁর ছায়াসঙ্গী হয়ে। ছেলেকে বড় ফুটবলার বানানোর স্বপ্ন দেখতেন দিনিস আভেইরো।


কিন্তু দিনিস আভেইরো যেদিন পৃথিবীর মায়া কাটিয়ে না–ফেরার দেশে পাড়ি জমান, খবরটি শুনেও সঙ্গে সঙ্গেই কান্নাকাটি করে রোনালদো ছুট দেননি বাড়ির উদ্দেশে। পর্তুগালের হয়ে খেলার জন্য তিনি ছিলেন তখন টিম হোটেলে। ২০০৫ সালে বাবার মৃত্যুর খবরটি তিনি পেয়েছিলেন সে সময়ে পর্তুগালের কোচ লুইস ফেলিপে স্কলারির কাছ থেকে। সেদিন কী ঘটেছিল আর কীভাবেই–বা রোনালদোকে খবরটি দিয়েছিলেন স্কলারি, এত দিন পর ব্রাজিলিয়ান কোচ ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মেইলে এক সাক্ষাৎকারে তা জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও