গর্ভ ভাড়ায় ১৭ বছরে ১৬ সন্তানের জন্ম, অবশেষে পালিয়ে রক্ষা দুই নারীর

ঢাকা টাইমস প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৮

গৃহ পরিচারিকার কাজের টোপ দিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হতো কিশোরীদের। কিছু দিন পরই তাদের ‘সারোগেসি’ অর্থাৎ গর্ভ ভাড়া দেওয়ার ব্যবসায় জোর করে নামানো হতো। মানবপাচারকারীদের হাত থেকে পালিয়ে এসে এমনই কাহিনি শোনালেন দুই তরুণী। তাদের মধ্যে একজন সারোগেসির মাধ্যমে ১০ সন্তান জন্ম দিয়েছেন! অন্যজন দিয়েছেন ছয়টি। কীভাবে ঝাড়খণ্ড থেকে মেয়েদের কাজ দেওয়ার নামে দিল্লিতে পাচার করে সেখানে জোর করে গর্ভ ভাড়া দেওয়ার কাজে লাগানো হচ্ছে, তারই বর্ণনা দিয়েছেন ওই দুজন। ১৭ বছর পরে সম্প্রতি পাচারকারীদের জাল ছিঁড়ে বেরিয়ে এসে এমনই দাবি করেছেন তারা।


তাদের দাবি, মেয়ে পাচারকারী হিসেবে কাজ করে দিল্লির একটি প্লেসমেন্ট এজেন্সি। আড়ালে তারাই জোর করে গর্ভভাড়া দেওয়ার ব্যবসা চালাচ্ছে। সম্প্রতি পান্নালাল নামে ঝাড়খণ্ডের এক দাগি পাচারকারী জেরায় স্বীকার করেছেন, গত ১৫ বছরে পাঁচ হাজারেরও বেশি মেয়েকে তিনি দিল্লিতে পাচার করেছেন। গড়েছেন কোটি কোটি টাকার সম্পত্তি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও