You have reached your daily news limit

Please log in to continue


৯৪তম অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা

৯৪তম অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হলো। সর্বাধিক ১২টি বিভাগে মনোনীত হয়েছে জেন ক্যাম্পিয়নের ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। দ্বিতীয় সর্বোচ্চ ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে ডেনি ভিলন্যুভ পরিচালিত ‘বেলফাস্ট’। এছাড়া কেনেথ ব্রানার ‘বেলফাস্ট’ এবং স্টিভেন স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি’ পেয়েছে ৭টি করে মনোনয়ন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ২৩টি শাখার মনোনীতদের নাম পড়ে শোনান অভিনেতা লেসলি জর্ডান ও অভিনেত্রী-প্রযোজক ট্রেসি এলিস রস। অস্কারের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি দেখানো হয়।

আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৪তম অস্কার। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হবে এই আয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন