প্রায় ২ বছর পর মার্চে সীমান্ত খুলছে মালয়েশিয়া
বার্তা২৪
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫০
প্রায় দুই বছর পর বিদেশি পর্যটকদের জন্য মার্চ থেকে সীমান্ত খুলে দিচ্ছে মালয়েশিয়া। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ন্যাশনাল রিকভারি কাউন্সিলের (এনআরসি) প্রধান মুহিউদ্দিন ইয়াসিন।
সীমান্ত খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের মালয়েশিয়ায় প্রবেশের পর কোয়ারেন্টিন আর বাধ্যতামূলক থাকছে না।
গত ২০২০ সালের মার্চে করোনা মহামারি ঠেকাতে বিদেশি পর্যটকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার।