You have reached your daily news limit

Please log in to continue


এক বছরে ৬৫ লাখ বিক্রির রেকর্ড

গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য বিপর্যয়কর প্রভাব ঠেকাতে বৈদ্যুতিক যানবাহন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বের অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি ব্যবহার ক্রমেই জনপ্রিয় হচ্ছে। এ ছাড়া একদিকে জ্বালানির দাম বেড়ে যাওয়া, অন্যদিকে আধুনিকতা; সব মিলিয়ে বৈদ্যুতিক যানের চাহিদা বেড়েই চলছে। তার বাস্তব চিত্র ধরা দিল এবারের পরিসংখ্যানে। বেশ কয়েক বছর থেকেই ইলেকট্রিক যানের প্রতি ঝুঁকছে পুরো বিশ্ব।


ইভি ভলিউমের এক পরিসংখ্যান অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২১ সালে বিশ্বজুড়ে বিদ্যুৎচালিত গাড়ি বিক্রি হয়েছে ৬.৫ মিলিয়নেরও বেশি, যা কেবল ডিসেম্বরেই এ জাতীয় গাড়ি বিক্রির সংখ্যা ছিল ৯ লাখ ৭ হাজার ইউনিট। বিশ্বব্যাপী মোটরগাড়ি শিল্পের গতিবিধির ওপর নজর রাখেন তারাই বলছেন, সেই সময় প্রায় এসে গেছে, যখন ইলেকট্রিক গাড়ির বিক্রি দ্রুতগতিতে পেট্রল আর ডিজেলচালিত গাড়ির বিক্রি ছাড়িয়ে যাবে। অন্তত মোটরগাড়ি নির্মাতারা তাই মনে করছেন। ২০২১ সাল যেতে না যেতেই সেই ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে। টেসলার মডেল তিন গাড়িই বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। টেসলার এ বৈদ্যুতিক গাড়িটি যে বাজিমাত করবে তা আগেই বলেছিলেন প্রযুক্তি গবেষকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন