বিশ্ব নিরাপদ ইন্টারনেট দিবস উদযাপিত হচ্ছে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৩
আজ ৮ ফেব্রুয়ারি, বিশ্ব নিরাপদ ইন্টারনেট দিবস। আজকের এই দিনের মূল লক্ষ্য হলো— ইন্টারনেট সংশ্লিষ্ট সব অংশীদাররা এক হয়ে ইন্টারনেটের এই বিশাল জগতকে নিরাপদ এবং কার্যকরী করে তোলা, বিশেষ করে শিশু এবং যুবকদের জন্য।
প্রতিবছর ফেব্রুয়ারির ৮ তারিখে বিশ্বব্যাপী পালিত হয় এই দিবস। দিবসটির মূল আয়োজক হলো— মিলিতভাবে ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান সেফার ইন্টারনেট সেন্টারের ইনসেফ/ইনহোপ নেটওয়ার্ক বিভাগ। ইনসেফ/ইনহোপ নেটওয়ার্ক বিভাগের মূল কাজ হলো— বিশ্বব্যাপী ইন্টারনেট জগতে অংশীদারদের জন্য একটি স্থান করে দেওয়া, যেখানে তারা ডিজিটাল প্রযুক্তির জটিল, সৃজনশীল এবং দায়িক্তশীল কাজগুলোকে নেতৃত্ব দিতে পারে।