অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, তরুণ আটক
অবৈধভাবে ভারত প্রবেশের অভিযোগে শুভ হোসেন (১৯) নামের এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের সদস্যরা। পরে মামলা দিয়ে তাকে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় হিলি সীমান্তের রেলস্টেশন শূন্যরেখার ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২৮৫/৫০ এস পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। আটক শুভ হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত সুমন ইসলামের ছেলে। মামলার সূত্রে জানা যায়, হিলি রেলস্টেশন এলাকা দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করছিলেন শুভ। এসময় ভারতীয় সীমান্ত রেখার ১০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাকে আটক করা হয়। হিলি সিপি পিওপি ক্যাম্পের নায়েক জালাল উদ্দিন বাদি হয়ে তার বিরুদ্ধে মামলার পর হাকিমপুর থানায় সোর্পদ করেন। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার শামীম বলেন, ভারতে অবৈধ্যভাবে প্রবেশের অভিযোগে শুভ হোসেন নামের এক তরুণের বিরুদ্ধে বিজিবি মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে।