অর্থনীতি, জনগণের জীবনমান উন্নয়নে আশ্বাস উত্তর কোরিয়ার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৮
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে ‘ধারাবাহিক সংগ্রামের’ মধ্যেও অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমানের উন্নতির আশ্বাস দিয়েছে উত্তর কোরিয়ার পার্লামেন্ট।
পার্লামেন্টের এ আশ্বাসের কথা মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটির নিয়মরক্ষার পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির (এসপিএ) সদস্যরা রবি ও সোমবার বাজেট নিয়ে আলোচনা এবং শিশু পরিচর্যা ও বিদেশে বাসিন্দাদের সুরক্ষা সংক্রান্ত আইন অনুমোদন করেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।
এই বৈঠকে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন উপস্থিত ছিলেন না, ছিলেন তার অন্যতম প্রধান সহযোগী এসপিএ স্ট্যান্ডিং কমিটির চেয়ার চোয়ে রিয়ং হায়ে।