![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Ftechnology%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fchildren-20220208142940.jpg)
শিশুর ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণের ৫ উপায়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৯
করোনা মহামারির পুরো সময়টাতে অনলাইনে চলেছে স্কুল, কলেজের ক্লাস ও পরীক্ষা। সারাক্ষণ না চাইলেও শিশুদের হাতে স্মার্টফোন তুলে দিতে হয়েছে বাবা-মাকে। ফলে পড়ালেখা যতটুকু হয়েছে তার বেশি ক্ষতিই বেশি। অনাইলনে আসক্ত হয়ে পড়েছে শিশুরা।
দীর্ঘ সময় ইন্টারনেট ব্যবহারে যেমন ক্ষতি হচ্ছে পড়াশোনার। তেমনি জড়িয়ে পড়ছে অপরাধমূলক কর্মকাণ্ডে। অনলাইনে শিশুর সাইবার বুলিং, অনলাইনে যৌন নিপীড়ন, জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়া, প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি বাড়ছে।