উচ্চ রক্তচাপ থাকা যারা প্রেসক্রিপশনের ভিত্তিতে প্যারাসিটামল গ্রহণ করেন তাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। যুক্তরাজ্যে একটি গবেষণায় এ ইঙ্গিত পাওয়া গেছে। স্কটল্যান্ডের এডিনবরা ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন, অনেক মাস ধরে প্যারাসিটামল গ্রহণকারী রোগীদের ঝুঁকি এবং উপকারিতা সম্পর্কে চিকিৎসকদের ভালো করে চিন্তাভাবনা করা উচিত।
তবে তারা জোর দিয়ে বলেছেন, নৈমিত্তিক মাথাব্যথা এবং জ্বরের জন্য এই সাধারণ ব্যথানাশকটি গ্রহণ নিরাপদ।প্যারাসিটামল সারা বিশ্বে সাময়িক ব্যথা এবং যন্ত্রণার স্বল্পমেয়াদী প্রতিকার হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে পুরনো বা স্থায়ী ব্যথাবেদনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যবহারে এর উপকারের প্রমাণ মিলেছে সামান্যই। তা সত্ত্বেও দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসায় অনেক সময় এটি গ্রহণের পরামর্শ দেওয়া হয়ে থাকে।