You have reached your daily news limit

Please log in to continue


আদালতের নির্দেশে স্তব্ধ হল কানাডার ধর্মঘটীদের হর্ন, সাইরেন

কানাডার রাজধানী অটোয়ার কেন্দ্রস্থল অচল করে রাখা ট্রাক চালকদের অবস্থান ধর্মঘটে হর্ন ও সাইরেন বাজানোর ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে কানাডার একটি আদালত।

কানে তালা লাগানো এই হর্নের কারণে স্থানীয় বাসিন্দারা উত্যক্ত হয়ে উঠেছিল বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদরত ট্রাক চালক ও অন্যরা ১১ দিন ধরে অটোয়ার কেন্দ্রস্থল অবরোধ করে রেখেছে, নিজেদের এই আন্দোলনকে ‘ফ্রিডম কনভয়’ বলছে তারা। কানাডার পার্লামেন্ট, কেন্দ্রীয় ব্যাংক এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দপ্তরসহ বেশকিছু সরকারি দপ্তরের অবস্থান এই এলাকায়। পরিস্থিতি মোকাবেলায় রোববার জরুরি অবস্থা ঘোষণা করেছেন অটোয়ার মেয়র জিম ওয়াটসন।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন