![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/excer-20220208104625.jpg)
ওজন কমাতে যে ৩ ব্যায়াম করা বিপজ্জনক
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৬
শরীর সুস্থ রাখতে ব্যায়ামের বিকল্প নেই। ওজন ঝরাতে কিংবা নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ব্যায়াম করা জরুরি। তবে অনিয়মিত জীবনযাপনের কারণে অনেকেই এখন অতিরিক্ত ওজনের সমস্যায় ভোগেন।
যখন ওজন ধীরে ধীরে বেড়ে যায় অনেকটা, ঠিক তখনই কেউ কেউ শুরু করেন ডায়েট ও ব্যায়াম। আর ব্যায়ামের জন্য ছুটে যান জিমে।